কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজস্থানের জয়সলমীরে ৫৫ তম জিএসটি পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। পণ্য পরিষেবা কর সংক্রান্ত মূল বিষয়গুলি নিয়ে বৈঠকে আলোচনা হবে। গোয়া, হরিয়ানা, জম্মু কাশ্মীর, মেঘালয় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকটি রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা বৈঠকে যোগ দেবেন। আজকের বৈঠকে খাবার সরবরাহ এবং স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জি এস টি সংক্রান্ত বিষয় এবং কর কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে, ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের প্রস্তুতি হিসাবে শ্রীমতি সীতারমণ গতকাল জয়সলমীরে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করেন। অনুষ্ঠানে শ্রীমতি সীতারামন বলেন, ম্যাক্রো ইকোনমি ক্ষেত্রে আশাপ্রদ পরিবেশ, কর সংগ্রহে গতি বৃদ্ধির ফলে চতুর্দশ অর্থ কমিশনের সময়কালের তুলনায় পঞ্চদশ অর্থ কমিশনের সময়কাল অর্থাৎ ২০২১ এর এপ্রিল থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত ৪৫ মাসে রাজ্যগুলিকে দেওয়া অর্থের পরিমাণ বেড়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী ২০২০-২১ বাজেটে ঘোষিত মূলধনী বিনিয়োগে রাজ্যের জন্য বিশেষ অর্থ সহায়তা প্রকল্প SASCI এর উল্লেখ করেন। তিনি জানান, এইপ্রকল্পে রাজ্যগুলি থেকে ইতিবাচক সাড়া মিলেছে। রাজ্যের জন্য অত্যন্ত জরুরী মূলধনী সহায়তা বৃদ্ধিতে সহায়ক হওয়ায় তারা এই খাতে অর্থ বরাদ্দের পরিমাণ আরো বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পের অধীনে ইউনাইটেড ফান্ডে প্রায় ৩০ হাজার কোটি টাকা অতিরিক্ত সাহায্য করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।