মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 21, 2024 12:35 PM

printer

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি, CCEA , ২০২৫ মরশুমের জন্যে কোপরা বা নারকেলের ফোঁপরার নূনতম সহায়ক মূল্য MSP অনুমোদন করেছে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি, CCEA , ২০২৫ মরশুমের জন্যে কোপরা বা নারকেলের ফোঁপরার নূনতম সহায়ক মূল্য MSP অনুমোদন করেছে। নতুন দিল্লীতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো সাংবাদিকদের বলেন, NDA সরকার, কৃষকদের কল্যানে এক গুচ্ছ উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়েছে, এর অন্যতম হল এটি। তিনি জানান, মিলিং কোপরা বা শুকনো নারকেল, যা থেকে নারকেলের তেল হয়, সেগুলির ন্যুনতম সহায়ক মূল্য ধার্য হয়েছে প্রতি কুইন্টালে ১১ হাজার ৫৮২ টাকা।
অন্যদিকে, বল কোপরা বা শুকনো নারকেল ফোঁপরা যা খাওয়া যায় সেটির ক্ষেত্রে MSP ধার্য হয়েছে ১২ হাজার ১০০ টাকা প্রতি কুইন্টালে। ২০২৪-এর মরশুমের তুলনায় মিলিং কোপরার ক্ষেত্রে MSP ৪২২ টাকা এবং বল কোপরার ক্ষেত্রে ১০০ টাকা বেশী ধার্য করা হয়েছে বলেও শ্রী বৈষ্ণো জানান। এই সিদ্ধান্তের ফলে সরকারের খরচ হবে ৮৫৫ কোটি টাকা।
মন্ত্রী আরও জানান, জাতীয় কৃষি সমবায় বিপনন সংস্থা নাফেড এবং জাতীয় সমবায় উপভোক্তা ফেডারেশন NCFF, কেন্দ্রীয়ভাবে এই সহায়ক মূল্যে কোপরা সংগ্রহের দায়িত্ব পালন করবে। রাজ্য সরকারেরও এ ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে, কেনোনা এই সংগ্রহের কাজ হবে রাজ্য সরকারের সমবায়গুলির সাহায্যেই।
মন্ত্রী আরো জানান, নারকেলের কোপরা উৎপাদনের ক্ষেত্রে কর্ণাটকের স্থান সবচেয়ে ওপরে- ৩২ দশমিক ৭’শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে উৎপাদনের হার ২৫ দশমিক ৭’শতাংশ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন