মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2024 9:51 PM

printer

অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি CCEA ভারতীয় রেলের  দুটি নতুন লাইন ও একটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে

অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি CCEA ভারতীয় রেলের  দুটি নতুন লাইন ও একটি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে; যার আনুমানিক খরচ পড়বে ছ’ হাজার চারশো ৫৬ কোটি টাকা।  এই প্রকল্পগুলির মাধ্যমে, যোগাযোগ ও ভ্রমণের সুবিধা ছাড়াও লজিস্টিক খরচ ও তেলের আমদানি কমবে এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে।

মন্ত্রিসভার পর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, জামশেদপুর – পুরুলিয়া – আসানসোলের মধ্যে ১২১ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন এবং সারদেগা – ভালুমুদার মধ্যে ৩৭ কিলোমিটার  নতুন ডাবল লাইনের ছাড়পত্র মিলেছে।

নতুন এই প্রকল্পের ফলে এক হাজার ৩০০ টি গ্রামের ১১ লক্ষ মানুষের কাছে রেল যোগাযোগ পরিষেবা পৌঁছে যাবে। সৃষ্টি হবে ১১৪ লক্ষ প্রত্যক্ষ কর্ম দিবস।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন