মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 17, 2025 9:54 PM

printer

অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি-সিসিইএ, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড-RINL-এর জন্য ১১ হাজার ৪৪০ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে।

অর্থনীতি বিষয় ক্যাবিনেট কমিটি-সিসিইএ, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডRINL-এর জন্য ১১ হাজার ৪৪০ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুনদিল্লিতে সাংবাদিকদের বলেনগতকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়। অন্ধ্রপ্রদেশে অবস্থিত RINL দেশের ইস্পাত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর ফলে RINL-এর সমস্ত কর্মচারীদের পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত প্রচুর মানুষ উপকৃত হবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন