মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 27, 2024 1:05 PM

printer

অমরনাথ গুহা মন্দিরে তীর্থযাত্রা করতে ১৭৭১ জন তীর্থযাত্রীর আরও একটি দল রওনা দিয়েছে।

এক হাজার ৭৭১ জন পুণ্যার্থীর একটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা দিয়েছেন। দলে আছেন ৩৯৮ জন মহিলা, একটি শিশু, ৯৩ জন সাধু ও ১০ জন সাধ্বী।

এদের মধ্যে ৭৭২ জন বালতাল ও ৯৯৯ জন পহেলগাঁও রুটে যাত্রা করেছেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন