এক হাজার ৭৭১ জন পুণ্যার্থীর একটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা দিয়েছেন। দলে আছেন ৩৯৮ জন মহিলা, একটি শিশু, ৯৩ জন সাধু ও ১০ জন সাধ্বী।
এদের মধ্যে ৭৭২ জন বালতাল ও ৯৯৯ জন পহেলগাঁও রুটে যাত্রা করেছেন।
Site Admin | July 27, 2024 1:05 PM
এক হাজার ৭৭১ জন পুণ্যার্থীর একটি দল আজ ভোরে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা দিয়েছেন। দলে আছেন ৩৯৮ জন মহিলা, একটি শিশু, ৯৩ জন সাধু ও ১০ জন সাধ্বী।
এদের মধ্যে ৭৭২ জন বালতাল ও ৯৯৯ জন পহেলগাঁও রুটে যাত্রা করেছেন।
গোপনীয়তা নীতি | কপিরাইট © 2025 নিউজ অন এয়ার। সমস্ত অধিকার সংরক্ষিত
সর্বশেষ আপডেট: 22nd Jan 2025 | পরিদর্শক: 1480625