অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল জন পরিকাঠামো নির্মানের ভাবনা নিয়ে কলোম্বোয় দু দিন ব্যাপী বিমস্টেক ডিজিটাল কনক্লেভের সূচনা হয়েছে। শ্রীলঙ্কায় ভারতের রাষ্ট্রদূত সন্তোষ ঝা, বিমস্টেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। কনক্লেভে বিভিন্ন অঞ্চলের ডিজিটাল অর্থনীতি ক্ষেত্রের বিশিষ্ট নেতা এবং বিশেষজ্ঞরা মত বিনিময় করবেন। অনুষ্ঠানে শ্রী ঝা, গত এক দশকে JAM ট্রিনিটি ব্যবহার করে ডিজিটাল পরিকাঠামো আরো জোরদার করে এর সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার ওপর আলোকপাত করেন।
আজ কনক্লেভে সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল পরিচিতি, ডিজিটাল পেমেন্টস, ডিজিটাল স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে আলোচনা হবে।