বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুনগীত গ্রামে তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত সফিকুল ইসলাম ওরফে চন্দন শেখকে, পুলিশ আজ গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় আজ সাংবাদিকদের জানান, নিহত শেখ আব্দুল আলিম ওরফে তোতা শেখের ভাই-এর স্ত্রী নাজনিন নাহার ওরফে স্মৃতি বিবিকে গতকালই গ্রেপ্তার করা হয়। আদালতে সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে তার। পেশায় হাতুড়ে চিকিৎসক চন্দন শেখের সঙ্গে নাজনিনের অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই জানলা দিয়ে ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। ঘুমন্ত অবস্থায় ঝলসে যান তোতা শেখ, তাঁর স্ত্রী রূপা বিবি ও তাদের ছোট ছেলে, চার বছরের আয়ান আকতার।
এদিকে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তির জেরে রামপুরহাট লাগোয়া আঁখিরা গ্রামে অষ্টম মাহার নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ। আজ সকালে বাড়ির পাশে নালায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতের স্ত্রী, কন্যা ও স্থানীয় এক যুবককে পুলিশ আটক করেছে।