অবিশ্রান্ত বর্ষণে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ২৯ টি জেলার ২১ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত । রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া গতকাল মরিগাও জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসনকে দূর্গত মানুষের সাহায্যের প্রয়োজনে সমস্ত রকম ব্যবস্থা করা নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও, মাজুলী ধেমাজি এবং লখিমপুর জেলার পরিস্থিতি ঘুরে দেখেন।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গত 24 ঘন্টায় বন্যায় আরো 6 জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মৃত্তির সংখ্যা বেড়ে হল ৫২। রাজ্যের প্রায় ৩২০০ গ্রাম বন্যা কবলিত। ৫৭ হাজার হেক্টর এর ফসল নষ্ট হয়ে গেছে। ব্রহ্মপুত্র, বরাক এবং তার শাখা নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় বন্যার জলে ১৪৫ টি রাস্তা, ১৩ টি বাঁধ এবং দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।