মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 29, 2024 10:07 PM

printer

অবশেষে ধরাপড়ল বাঘিনী জিনাত।

অবশেষে ধরাপড়ল বাঘিনী জিনাত। দিন সাতেক পর আজ বিকেল নাগাদ বাঁকুড়ার জঙ্গলে বন কর্মীদের জালে ধরা পড়ে ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খন্ড হয়ে এরাজ্যে আসা বাঘীনি। আজ দুপুরে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে তাকে কাবু করা হয়। তাকে এখন আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে।
এদিকে, মুখ্য বনপাল এস কুলান ডাইভেল কিভাবে অনেক চেষ্টা করে জিনাতকে কবজা করা সম্ভব হল তা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জ়িনাত। রাতভর তাকে বন্দি করার চেষ্টা করেও ব্যর্থ হন বনকর্মীরা।
অন্যদিকে, বাঘিনী ধরা পড়ায় স্বস্তিতে পুরুলিয়ার মানবাজার এলাকার মানুষ। বান্দোয়ান হয়ে মানবাজার দুই নং ব্লকের বোরোর জঙ্গলে ঘাঁটি গেড়েছিল জিনাত। বাঘিনী বন্দী হওয়ায় ফিরে যাচ্ছে এলাকায় মোতায়েন থাকা বনদফতরের গাড়ি। গুটিয়ে নেওয়া হচ্ছে জাল। স্বাভাবিক হচ্ছে জনজীবন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন