মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 29, 2024 9:33 PM

printer

অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্রী মমতা ব্যানার্জি খেদ ব্যক্ত করেছেন

অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে মুখ্যমন্রী মমতা ব্যানার্জি খেদ ব্যক্ত করেছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর আবারো কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি যদি জলাধারগুলিতে ড্রেজিং করতো, তাহলে জল ধারণ ক্ষমতা বাড়তো। এরাজ্যের জেলাগুলিকে বন্যায় ভাসতে হতো না। প্রশাসনকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন এবং বন্যা দুর্গতদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের কাছ থেকে বন্যা ত্রাণ বাবদ কোনো সাহায্য পশ্চিমবঙ্গ পায়না। বাংলা শস্য বিমা প্রকল্পের পুনর্নবিকরণের সময়সীমা ৩১শে অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি।গজলডোবায় সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। সেই পরিবারটির হাতে আজ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির বিধান নগরে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলির জন্যেও এক লক্ষ ও ৫০ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।আজকে বৈঠকে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গের সব জেলার জেলা শাসক এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী জানান, ধসে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির ব্যাপারে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন