মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 9, 2024 10:59 AM

printer

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতরাতে বন্যা পরিস্থিতি নিয়ে বিজয়ওয়াড়া কালেক্টরেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গতরাতে বন্যা পরিস্থিতি নিয়ে বিজয়ওয়াড়া কালেক্টরেটে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এবং মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলে প্রবল স্রোতের কারণে এই বন্যা হয়েছে। এর ফলে ছয় লক্ষর বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, যাদের মধ্যে অনেকেই জলবন্দী।  দুর্গতদের লক্ষ লক্ষ খাবারের প্যাকেট, জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিক এবং উদ্ধারকারী দলগুলি দুর্গতদের সাহায্য করার জন্য অবিরাম কাজ করে চলেছে।      

     মুখ্যমন্ত্রী জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রযুক্তির সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট অঞ্চলে , পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন