মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 22, 2024 1:48 PM

printer

অন্ধ্রপ্রদেশের অনাকাপাল্লেতে এসেনশিয়া ফার্মা কোম্পানির কারখানায় চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।

অন্ধ্রপ্রদেশের অনাকাপাল্লেতে এসেনশিয়া ফার্মা কোম্পানির কারখানায় চুল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। আহত বেশ কয়েকজন। রামবিল্লিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল  আচ্যুতপুরমের ওই ওষুধ কারখানায় গতকাল বিস্ফোরণের পরই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাষ্ট্রপতি স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন শ্রীমোদী।

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ে গতরাতে জেলা আধিকারিক, শিল্প ও স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেন তিনি।  শ্রী নাইডু আজ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুর্ঘটনাস্থলও পরিদর্শন করবেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন