অধ্যক্ষ ওম বিড়লা ১৯৭৫ সালে দেশে জরুরী অবস্থা ঘোষনার তীব্র নিন্দা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। সে সময় সংগঠিত অপরাধগুলির উল্লেখ করে গনতন্ত্রকে কীভাবে শ্বাসরোধ করা হয়েছিল তাও তিনি তুলে ধরেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ৫০ বছর আগে জরুরী অবস্থা ঘোষনা করা হলেও তখন কি হয়েছিল তা আজকের তরুণ প্রজন্মের জানার দরকার আছে। কারণ কিভাবে জনগনের মতামতকে সরিয়ে রেখে সংবিধানকে হত্যা করা হয়েছিল তার প্রকৃষ্ট উদাহরন এটি। একনায়কতন্ত্র কী তাও জরুরী অবস্থার সময় অনুভূত হয়েছে বলে শ্রী মোদী তাঁর বার্তায় উল্লেখ করেন।
Site Admin | June 26, 2024 9:11 PM