অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় দানা আরও শক্তি বাড়িয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী, পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্ব, ধামারা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্হান করছিল। ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন।
দানার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। সমূদ্রে জলোচ্ছ্বাস রয়েছে। কলকাতা সহ শহরতলীর আকাশ মেঘলা। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। ঝড়ের দাপটে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ে হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে। ঢেউ-এর উচ্চতা পূর্ব মেদিনীপুরে এক থেকে দু মিটার এবং দক্ষিণ ২৪ পরগণায় এক মিটার পর্যন্ত হতে পারে। মত্স্যজীবীদের আগামীকাল(২৫) পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কলকাতা ও হলদিয়া বন্দরে ৯ নম্বর এবং সাগরদ্বীপে এক, দুই ও ৩ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।