অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের বিকাশে ঋনদানের নিশ্চয়তা সংক্রান্ত প্রকল্প মিউচুয়াল ক্রেডিট গ্যারেন্টি স্কীমের আজ সূচনা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে কেন্দ্র এই প্রকল্পের ঘোষনা করেছিল। এই প্রকল্পের অধীনে যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয়ের জন্য কোনোরকম শর্ত ছাড়াই ১শো কোটি টাকা পর্যন্ত ঋন দেবে। মুম্বাইয়ে প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, যোগ্য গ্রহীতাদের হাতে ঋন মঞ্জুরীর কাগজ তুলে দেন।
এক সাংবাদিক বৈঠকে শ্রীমতি সীতারামণ বলেন, গত তিনবারের কেন্দ্রীয় বাজেটে সরকার এমএসএমই ক্ষেত্রের ওপর বিশেষ নজর দিয়েছে। বীমাক্ষেত্রের সংস্কারের লক্ষ্যে কাজ চালানো হচ্ছে। সে কারণেই এবারের বাজেটে ১শো শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ঘোষনা করা হয়েছে। দেশের শিল্পক্ষেত্রে বিনিয়োগকারীরা এই মুহুর্তে অত্যন্ত ভালো রিটার্ন পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।