অগ্নিকাণ্ডের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান #JagdeepDhankhar। বিষয়টি নিয়ে আজ সংসদ ভবনে সংসদ নেতা জেপি নাড্ডা এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করেন তিনি।
চেয়ারম্যান এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশংসা করেন। ধনখর জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে ও জেপি নাড্ডার পরামর্শ অনুযায়ী তিনি বৈঠকের সময় নির্ধারণ করবেন এবং জানিয়ে দেবেন। এদিকে, বিচারপতি যশবন্ত ভার্মার ওপর থেকে বিচারবিভাগীয় কাজ অবিলম্বে প্রত্যাহার করে নিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি ভার্মা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
Site Admin | March 24, 2025 8:05 PM
অগ্নিকাণ্ডের পর দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
