৭৩তম সংবিধান সংশোধনী আইন ১৯৯২-এর ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে ২৪ এপ্রিল, দেশজুড়ে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হবে। ১৯৯২ সালের এই আইন অনুসারে পঞ্চায়েতগুলিকে গ্রামাঞ্চলে স্বশাসিত সংস্থা হিসেবে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। বিহারের মধুবনী জেলায় ঝাঁঝরপুর ব্লকে লোহনা উত্তর গ্রামপঞ্চায়েতে মূল অনুষ্ঠানটি হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তিনি পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি এবং গ্রামসভাগুলির উদ্দেশে ভাষণ দেবেন। এছাড়াও জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ প্রদান করা হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক, রেল মন্ত্রক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক – এই ৬টি মন্ত্রকের সঙ্গে একযোগে এবছর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হবে।
Site Admin | April 24, 2025 12:10 PM
৭৩তম সংবিধান সংশোধনী আইন ১৯৯২-এর ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে ২৪ এপ্রিল, দেশজুড়ে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হবে।
