২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন,জিডিপি ৬.২% হারে বৃদ্ধি পাওয়ায়, ভারত দ্রুততম বিকাশের অর্থনীতির দেশের তকমা ধরে রাখতে সমর্থ হল। এই বৃদ্ধির হার আগের ত্রৈমাসিকে সংশোধিত ৫.৬ শতাংশ হারের চেয়ে বেশি। গত অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে এই বৃদ্ধির হার ছিল ৮.৬ শতাংশ। ভালো বর্ষা এবং সরকারি ব্যয় বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলে ভোগ্য পণ্য ক্রয়ের পরিমাণ বাড়ায়,তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির এই হার দেখা গেছে বলে মনে করা হচ্ছে।
রাশিবিজ্ঞান এবং কর্মসূচি রুপায়ন মন্ত্রকের প্রথম সংশোধিত হারে বলা হয়েছিল ২০১৪ অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ এবং এর থেকে মুদ্রাস্ফীতি বাদ দিয়ে নমিনাল জিডিপির ন্যূনতম হার বৃদ্ধি ধরা হয়েছিল ৯.৯শতাংশ।