১৯৯৫ সালের ওয়াকফ আইনের সংশোধনের ওপর স্থগিতাদেশ চেয়ে এবং এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত, ৭ দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আজ ফের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি হয়। এর আওতায় ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াকফ পর্ষদে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ করা হবে না বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছে। ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহেতা আরো বলেন, চিহ্নিত ওয়াকফ সম্পত্তির বর্তমান অবস্থা আপাতত পরিবর্তন করা হবে না। এমনকি ওয়াকফ বাই ইউজার বা ব্যবহারকারীর ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও এই অবস্থা অপরিবর্তিত থাকবে। দায়ের হওয়া আবেদনের সংখ্যা বেশী হওয়ায় আদালত, এ সংক্রান্ত ৫ টি প্রধান মামলা শুনানির জন্য চিহ্নিত করতে আবেদনকারীদের বলেছে। বাকী মামলাগুলিকে বিবেচনা করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। ৫-ই মে এই মামলার পরবর্তী শুনানি। আদালত, এ সংক্রান্ত আর্জি এবং লিখিত বক্তব্যগুলিকে যথাযথভাবে তৈরী করার জন্য সরকারের একজন নোডাল কৌঁসুলি নিয়োগ করার নির্দেশ দিয়েছে।