১৯৬৩ সালে রুশ নভশ্চর ভ্যালেন্টিনা তেরেস্কোভা-র ঐতিহাসিক একক যাত্রার পর আজ আবার সফল মহাকাশ অভিযান করে ইতিহাস গড়লেন ৬ মহাকাশচারী মহিলা। এর মধ্যে রয়েছেন, মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার কেটি পেরি।
দলের অন্য সদস্যরা হলেন, টিভি উপস্হাপিকা Gayle King, প্রযোজক Kerianne Flynn, নাসার প্রাক্তন ইঞ্জিনিয়ার Aisha Bowe, যৌন নির্যাতন বিরোধী প্রচার দলের প্রতিষ্ঠাতা Amanda Nguyen এবং প্রাক্তন সাংবাদিক ও Jeff Bezos –এর প্রেমিকা Lauren Sánchez ।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস-এর মহাকাশ সংস্হা ব্লু অরিজিন-এর নিউ শেপার্ড মহাকাশযানে চেপে আজ এই ৬ জনের দল সফল মহাকাশ যাত্রা সেরে পৃথিবীতে ফিরে আসেন। ভারতীয় সময় সন্ধে সাতটায় পশ্চিম টেকসাস থেকে মহাকাশ যানটি রওনা হয়।
কারমান লাইন পেরিয়ে ভূপৃষ্টের উপরিভাগ থেকে ১-শো কিলোমিটারেরও বেশি পথ ১০ মিনিটে পেরিয়ে আসে এই মহাকাশ যান।