মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 13, 2025 10:04 PM

printer

স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের সমবায় ক্ষেত্রের পরিবর্তনশীল উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন।

স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের সমবায় ক্ষেত্রের পরিবর্তনশীল উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। ভোপালে আজ রাজ্য স্তরে সমবায়গুলির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, কৃষি, পশুপালন প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নকে একই ছত্রছায়ায় আনা সম্ভব হয়েছে। সমবায় আইন ও তারা নানা উপধারা সংশোধন করার সুবিধাগুলি তিনি ব্যাখ্যা করে বলেন, সমবায় ব্যাঙ্কগুলি এখন স্বল্পমেয়াদী কৃষি বিনিয়োগের পরিসীমা ছাড়িয়ে আরও বৃহত্তর ক্ষেত্রে বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে।

অমিত শাহ  বলেছেন, বুনিয়াদী কৃষি ঋণ দানকারী সংস্থা, PACগুলি বর্তমানে ২০টির বেশি রাজ্যে কৃষিতে অর্থ সহায়তা ছাড়া ওষুধ বিক্রি এবং জল বন্টনের মত পরিষেবাও  দিচ্ছে।, আরেকটি উল্লেখযোগ্য সংস্কারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আড়াই একর জমি আছে এমন ক্ষুদ্র  কৃষকরা বীজ উৎপাদন করতে পারবেন এবং  সদ্য তৈরি হওয়া seed cooperative এর সাহায্যে তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।

রাজ্যে দুগ্ধ সমবায়ের সংখ্যা ৬ হাজার থেকে বাড়িয়ে ৯ হাজার করার পরিকল্পনা নিয়ে, মধ্যপ্রদেশ মিল্ক ইউনিয়ন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড,

NDDBর মধ্যে একটি সমঝোতা স্মারক পত্র- MOU স্বাক্ষরিত হয়েছে।

আজকের সম্মেলনে সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী বিশ্বাস সারং, প্রাণীসম্পদ ও ডেয়ারি উন্নয়ন দফতরের মন্ত্রী লখন পটেল প্রমুখ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন