সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া হলফনামায় যোগ্যদের তালিকায় ১৭,২০৬ জনের নাম রয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিকাশ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আইনজীবীদের পরামর্শ অনুযায়ী, যোগ্য ও অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি। আন্দোলনরত চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের কাজে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানাবে। তবে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকার জন্য তিনি প্রতিবাদরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতি অনুরোধ জানান। আন্দোলনকারীদের প্রতি সরকারের কড়া মনোভাব নেই বলে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন।
Site Admin | April 22, 2025 7:03 PM
সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া হলফনামায় যোগ্যদের তালিকায় ১৭,২০৬ জনের নাম রয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন
