লাদাখে গতকাল থেকে ভারী তুষারপাতে জনজীবন বিপন্ন। লে হিল কাউন্সিল সমস্ত জরুরীকালীন পরিষেবায় সতর্কতা জারি করেছে। লে’র মুখ্য কার্যনির্বাহী কাউন্সিলার তাসি গার্লসন জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সমস্ত রকমের আপদকালীন ব্যবস্থা মজুদ রাখা হয়েছে। স্থানিয় প্রশাসনকে পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে বলা হয়েছে। এদিকে ঘন তুষার পাতে কৃষি ও বাগিচা চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লে’তে আট ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে স্থানীয় প্রশাসন জরুরী ভিত্তিতে কাজ করে চলেছে।
Site Admin | April 20, 2025 9:57 PM
লাদাখে গতকাল থেকে ভারী তুষারপাতে জনজীবন বিপন্ন
