রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতাল গুলোর নিরাপত্তা বাড়ানোর উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করছে। এ কাজে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। আজ চিকিত্সক সম্মেলনের মঞ্চ থেকে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা কে এব্যপারে পদক্ষেপ নেওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে পুলিশি টহল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মীদের খালাধুলো ও সাংস্কৃতিক কাজকর্মের মানোন্নয়নে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম কে দু’কোটি টাকা মঞ্জুর করতে বলেন মুখ্যমন্ত্রী । হাসপাতাল মেডিক্যাল কলেজ গুলির মধ্যে এই বিষয় গুলি নিয়ে প্রতিযোগিতা আয়োজনের ওপরেও জোর দেওয়া হয়েছে।
সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নূন্যতম ৮ ঘণ্টা করে পরিষেবা দেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি তাদের প্রাইভেট প্র্যাকটিসের এলাকা হাসপাতাল থেকে কুড়ি থেকে বাড়িয়ে তিরিশ কিলোমিটার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাল সেলাইন কান্ডে চিকিৎসকদের গাফিলতি ছিল বলে উল্লেখ করেও এই ঘটনায় যে সব জুনিয়ার চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল মুখ্যমন্ত্রী আজ তাদের সেই শাস্তি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। হাসপাতাল গুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে নজরদারি বাড়ানোর জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের মনের বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার জন্য মেডিকেল কলেজ এবং হাসপাতালে মোট ২ কোটি টাকা বরাদ্দ করার কথা জানান তিনি।