রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন উপলক্ষ্যে ওই কেন্দ্রে গত পয়লা এপ্রিল এর সাপেক্ষে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি গতকাল শুরু হয়েছে। চলবে আগামী ২৪শে এপ্রিল পর্যন্ত।নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরুর প্রাককালে গতকাল সকালে কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় ও রাজ্য স্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে জাতীয় স্তরের বিজেপি, সিপিআইএম, INC, NPP এবং রাজ্য স্তরের AITC র প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন নদীয়ার জেলা নির্বাচনী আধিকারিকও অনুরূপ একটি বৈঠক করেন। গত ৬ জানুয়ারি এরাজ্যে প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকার সাপেক্ষে গত পয়লা এপ্রিল ওই কেন্দ্রের ভোটার তালিকা অনুসারে ১৬ জন ভোটার কমে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে দু লক্ষ ৫৪ হাজার ৮৭৮ জন। এই সময়ের মধ্যে ৩২৮ জনের নাম বাদ গেছে, এবং নতুন নাম যুক্ত হয়েছে ৩১২ জনের। এদিকে, এই ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচিতে আগামী ১২ ,১৩,১৯ ও ২০ এপ্রিল বিশেষ প্রচারের দিন ধার্য করা হয়েছে। বুথ লেভেল অফিসার বা BLO রা প্রতিদিন দুপুর ১২ টা থেকে দুটো পর্যন্ত বুথে উপস্থিত থাকলেও বিশেষ প্রচারের দিন গুলিতে BLO রা সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বুথে থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর।
Site Admin | April 9, 2025 9:48 PM
রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন উপলক্ষ্যে ওই কেন্দ্রে গত পয়লা এপ্রিল এর সাপেক্ষে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি গতকাল শুরু হয়েছে।
