মুম্বাইয়ের বিশেষ দুর্নীতি দমন আদালত, শেয়ার বাজার জালিয়াতি ও নিয়ন্ত্রক লঙ্ঘনের অভিযোগে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, SEBI-র প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরী বুচ সহ উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে FIR- এর নির্দেশ দিয়েছে। থানের সাংবাদিক, স্বপন শ্রীবাস্তবের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিচারক S E বাঙ্গার এই মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবারো নির্দেশ দিয়েছেন।
সেবি আধিকারিকদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতিতে ইন্ধন যোগানোর অভিযোগ রয়েছে। নিয়ম মেনে চলেনি, এমন একটি কোম্পানিকে তালিকাভুক্তির অনুমতি দিয়েছিলেন তারা । বোম্বের স্টক এক্সচেঞ্জ এই অনিয়মের সঙ্গে জড়িত বলেও আবেদনকারীর দাবি।
এদিকে, সেবি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।