মহিলা যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে এবং ট্রেন ও স্টেশন চত্বরে যৌন হেনস্থার ঝুঁকি কমাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ইএমইউ লোকাল ট্রেনে অতিরিক্ত ১টি মহিলা কোচ সংযোজনের যে সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুযায়ী সমস্ত ইএমইউ রেকে বর্তমানে আরও মহিলা কোচ সংযুক্ত করা হয়েছে, বিশেষত অফিস সময়ে মহিলাদের প্রচণ্ড ভিড় সামাল দিতে। তবে সম্প্রতি আশোকনগর, বারাসাত স্টেশন থেকে কিছু দৈনিক পুরুষ যাত্রীদের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে, যেখানে তারা মহিলা কোচ বৃদ্ধির ফলে সাধারণ কোচের সংখ্যা কমে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে রেলের তরফে দাবি করা হয় যে, অতিরিক্ত একটি মহিলা কোচ সংযোজনের ফলে বিদ্যমান মহিলা কোচগুলিতে অতিরিক্ত ভিড় অনেকটা কমেছে, যা পিক আওয়ারে দেখা যায়। শিয়ালদহ বিভাগে মহিলা যাত্রীদের সংখ্যা মোট যাত্রীর প্রায় ২৫%। তাই, আগের ২টি মহিলা কোচের পাশাপাশি আরেকটি মহিলা কোচ সংযোজন মহিলাদের ক্রমবর্ধমান যাত্রা চাহিদা পূরণে অপরিহার্য ছিল।
নির্ধারিত মহিলা কোচে অতিরিক্ত ভিড়ের কারণে নিয়মিত উঠানামায় অসুবিধা হচ্ছিল, যার ফলে দুর্ঘটনা বা স্টেশনে ট্রেনের ওভার স্টপিং-এর ঘটনাও ঘটছিল। তাই, ভিড় কমাতে ও অপারেশনাল দক্ষতা বাড়াতে মহিলা কোচ বাড়ানো জরুরি। সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ স্টেশনের ২৩টি প্ল্যাটফর্মেই এখন ১২ কোচের ইএমইউ রেক চলাচল করতে পারছে। আগে ৯ কোচের গাড়িতে ২টি মহিলা কোচ থাকত এবং বাকি ৭টি ছিল সাধারণ। এখন কোচের সংখ্যা বৃদ্ধির ফলে প্রায় ৯৫০টি ইএমইউ পরিষেবা ১২ কোচে চলছে, যার মধ্যে মাত্র ৩টি মহিলা কোচ এবং বাকি ৯টি সাধারণ। অর্থাৎ, পুরুষ যাত্রীদের জন্য উপনগর পরিষেবায় যাত্রার সুযোগ বরং বেড়েছে। অনেক মহিলা যাত্রী সাধারণ কোচ অপেক্ষাকৃত কম ভিড় থাকা সত্ত্বেও মহিলা কোচ বেছে নেন, বিশেষত রাতে আরপিএফের উপস্থিতির কারণে। তাই, মহিলা কোচ বৃদ্ধি মহিলা সুরক্ষা, স্বাচ্ছন্দ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং সামাজিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সঙ্গে অপারেশনাল দক্ষতাও বৃদ্ধি পাবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
Site Admin | April 11, 2025 9:41 PM
মহিলা যাত্রীদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে এবং ট্রেন ও স্টেশন চত্বরে যৌন হেনস্থার ঝুঁকি কমাতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ইএমইউ লোকাল ট্রেনে অতিরিক্ত ১টি মহিলা কোচ সংযোজন।
