মহাকাশ যাত্রায় ভারত আবার ইতিহাস গড়তে চলেছে। আন্তর্জাতিক মহাকাশ অভিযানের অঙ্গ হিসেবে একজন ভারতীয় নভশ্চরকে আগামী মাসে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এজন্য আসন্ন Axiom Space Mission, AX- 4 এর অন্তর্ভুক্ত হয়েছেন।
একথা ঘোষণা করে মহাকাশ ও পারমাণবিক শক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, এই অভিযানের মাধ্যমে ভারত, মহাকাশ যাত্রায় নতুন অধ্যায় রচনা করবে।
নতুন দিল্লিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরোর আগামী মাসগুলোতে ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনার পর শ্রী সিং বলেন, দেশের মহাকাশ ক্ষেত্রে পরবর্তী মাইল ফলকের জন্য প্রস্তুত।
মন্ত্রী, আসন্ন মনুষ্যবাহী মহাকাশযানের যাত্রার এবং ইসরোর একগুচ্ছ গুরুত্বপূর্ণ অভিযানের তাৎপর্যের কথা তুলে ধরেন।
Site Admin | April 18, 2025 8:57 PM
মহাকাশ যাত্রায় ভারত আবার ইতিহাস গড়তে চলেছে।
