বিহারের পাটনা, ভাগলপুর এবং জেহানাবাদ জেলায় সম্প্রতি বার্ড ফ্লু’র প্রাদুর্ভাবের জেরে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে জানিয়েছেন যে, স্বাস্থ্যদফতর এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। শ্রীপাণ্ডে আরও জানিয়েছেন, কর্তৃপক্ষকে সকলপ্রকার সচেতনতা অবলম্বন করতে জানানো হয়েছে, এবং সন্দেহজনক ক্ষেত্রে নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। মন্ত্রী বলেছেন, যে কোনওরকম পরিস্থিতির জন্য সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বার্ড ফ্লু’র ক্ষেত্রে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ যে সকল ব্যক্তির রয়েছে, তাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার জেরে ৮ এবং ৯ মার্চ পাটনার ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চের পূর্বাঞ্চলীয় শাখার নিকটবর্তী দুটো পোলট্রি ফার্মে মুরগি মেরে ফেলা হয়েছে হয়েছে। ভাগলপুর জেলার বরারি এলাকাতেও তিনহাজারের বেশি মুরগি এবং মুরগিশাবক হত্যা করা হয়েছে। সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতে গোটা এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে।
পাটনায়, সঞ্জয় গান্ধী জুওলজিক্যাল পার্কে পাখি এবং পশুদের সুরক্ষার্থে সতর্কতা জারি করা হয়েছে, এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।