মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 3, 2025 11:56 AM

printer

বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিয়েছেন। সফরকালে তিনি বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনেও অধ্যাপক ইউনুস বক্তব্য রাখবেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছেন। শীর্ষ সম্মেলনে দুটি সমঝোতা স্মারক পত্র – মৌ স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা উপস্থিত থাকবেন। আগামীকাল সরকারিভাবে তার হাতে বিমস্টেক সভাপতিত্বের ভারও তুলে দেওয়া হবে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও আবহাওয়া পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, মানুষের সঙ্গে মানুষের সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন এবং যোগাযোগ এই সাতটি স্তম্ভের ওপর আঞ্চলিক সহযোগিতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলন গত দোসরা এপ্রিল শুরু হয়েছে। চলবে আগামীকাল পর্যন্ত।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন