বিধানসভার তরফে বিধায়কদের চিকিৎসা এবং চশমার খরচ বেধে দেওয়া হয়েছে। বিধায়করা এখন থেকে চিকিৎসার জন্য দৈনিক সর্বাধিক আট হাজার টাকা মূল্যের বেড ভাড়া এবং চশমার জন্য সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত বিল করতে পারবেন বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উল্লেখ্য এর আগে কয়েকজন বিধায়ক চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার বিল জমা দেওয়া ছাড়াও বিধায়ক সাবিত্রী মিত্র ও কাঞ্চন মল্লিক মোটা টাকার চশমার বিল জমা দেওয়ায় তা নিয়ে বিধানসভায় শোরগোল পড়ে গিয়েছিল। চিকিৎসা খরচ বাবদ যেসব মোটা টাকার বিল জমা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও অধ্যক্ষ জানিয়েছেন।
Site Admin | April 18, 2025 7:29 PM
বিধানসভার তরফে বিধায়কদের চিকিৎসা এবং চশমার খরচ বেধে দেওয়া হয়েছে।
