মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 13, 2025 10:19 AM

printer

বিদর্ভ, ওড়িশা ও গুজরাটে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।  

বিদর্ভওড়িশা ও গুজরাটে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।  অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গসিকিমজম্মু ও কাশ্মীরলাদাখগিলগিটবালতিস্তানমুজাফফরাবাদহিমাচলপ্রদেশউত্তরাখণ্ডপাঞ্জাবহরিয়ানাচণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে আগামী দু-তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন