পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের সদর দপ্তর DRM বিল্ডিং যা শিয়ালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পাশে অবস্থিত। এই DRM বিল্ডিং ১৮৬৯ সালে নির্মিত হয় এবং তখন থেকে এটি ৭১৫ কিলোমিটার দীর্ঘ শিয়ালদা বিভাগের প্রশাসনিক কেন্দ্র, যা ১০০% বিদ্যুতায়িত। বাংলা নববর্ষ উৎসবের প্রাক্কালে এই DRM বিল্ডিং আলোকসজ্জায় আলোকিত করা হয়।
শিয়ালদা স্টেশন সিটি অফ জয় – এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র যা কলকাতা শহরকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া, হুগলির কিছু অংশের শহরতলীর সঙ্গে সংযুক্ত করে। প্রতি দিন বেশ কিছু মেল/এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদা ডিভিশন ৯৫০ টি EMU/MEMU ট্রেন চালায়। এছাড়া প্রতিদিন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী যাতায়াত করে যা ভারতের যেকোনও একক রেলওয়ে স্টেশনের মধ্যে সর্বোচ্চ বলে রেল সূত্রের খবর।