বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীরর বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ সংগঠিত হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের নিয়ে গঠিত একটি মঞ্চ তাঁর পদত্যাগ দাবী করে বিক্ষোভ দেখায়। সম্প্রতি ঢাকায় দুটি মেয়ের ওপর হামলার সপক্ষে তিনি যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
উল্লেখ্য, গত পয়লা মার্চ ঢাকার লালমাটিয়া এলাকার NHA টাওয়ারের কাছে দুটি মেয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়। এদের মধ্যে একজনকে ধুমপান করার জন্য আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বহু মানুষ এই ঘটনার প্রতিবাদ জানান। এর আগে গত সপ্তাহে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি রুখতে ব্যর্থ হবার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একটি দল ক্যাম্পাস চত্বরে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে।