প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল, শহরাঞ্চলে রেডিওকে আরো বেশি করে পৌঁছে দেওয়া এবং যুব সম্প্রদায়কে এর সঙ্গে যুক্ত করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। গতকাল একদিনের গুজরাট সফরে শ্রী সেহগল আকাশবাণী আমেদাবাদ সফর করেন। তিনি স্টুডিও, সংবাদ এবং প্রোগ্রাম ইউনিটগুলির কাজকর্ম পর্যালোচনা করেন।
Site Admin | February 28, 2025 8:54 AM
প্রসার ভারতীর চেয়ারম্যান, শহরাঞ্চলে রেডিওকে আরো বেশি করে পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন
