প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সমবায় ক্ষেত্রের প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সমবায় সংগঠনের মাধ্যমে জৈব পণ্য প্রচারের গুরুত্বের কথাও বলেন। দেশে সমবায় ক্ষেত্রের অগ্রগতি খতিয়ে দেখতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শ্রী মোদী রফতানির দিকে মনোনিবেশ করা এবং কৃষি পদ্ধতির উন্নতির জন্য একটি মাটি পরীক্ষার মডেল বিকাশের পরামর্শ দেন। আর্থিক লেনদেনকে সহজতর করে তুলতে ইউপিআই-কে ‘রুপে‘ এবং কিষাণ ক্রেডিট কার্ডের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি কৃষি সমবায়কে আরও দীর্ঘস্থায়ী কৃষি মডেল হিসাবে প্রচার করার উপর জোর দেন। কৃষি ও কৃষি সম্পর্কিত কার্যক্রম সম্প্রসারণে সমবায় ক্ষেত্রে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (এগ্রিস্ট্যাক) ব্যবহারের সুপারিশ করেন তিনি। স্কুল, কলেজ এবং আইআইএম-এ সমবায় পাঠ্যক্রম চালু করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সফল সমবায় সংগঠনের প্রসারের প্রস্তাব দেন শ্রী মোদী। বৈঠকে প্রধানমন্ত্রীকে জাতীয় সমবায় নীতি এবং বিগত সাড়ে তিন বছরে সমবায় মন্ত্রকের মূল সাফল্য সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Site Admin | March 6, 2025 10:14 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সমবায় ক্ষেত্রের প্রসারে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
