প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাজেট পরবর্তী তিনটি ওয়েবিনারে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেবেন। এই ওয়েবিনার গুলি হবে বিকাশের অন্যতম অস্ত্র হিসেবে অতিক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগ, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি এবং পরমাণু শক্তি মিশন ও তার নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মাবলী, বিনিয়োগ এবং বাণিজ্য সংক্রান্ত সংস্কারে সহজ পদ্ধতির ওপর। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষন ও দেবেন।
আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এই ওয়েবিনার গুলো সরকারী সরকারি আধিকারিকদের জন্য একটি যুগ্ম প্লাটফর্ম তৈরি করবে, বাণিজ্য ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি এবং বিশেষণ করা ভারতের শিল্প বাণিজ্য এবং শক্তি সংক্রান্ত কলা কৌশলের বিষয় বক্তব্য রাখতে পারবেন। এই আলোচনার মূল লক্ষ্য হলো সরকারি নীতি রূপায়ণ, বিনিয়োগের পথ প্রশস্ত এবং প্রযুক্তি কে গ্রহণ এবং বাজেটের বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ রুপায়িত করা।