প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইউরোপীয় ইউনিয়নের ২৭ জন কমিশনারের মধ্যে ২২ জনকে সঙ্গে নিয়ে দু’দিনের ভারত সফরে এসেছেন ভন ডের লিয়েন। ইইউ কলেজ অফ কমিশনারদের এটি প্রথম ভারত সফর। ভারত-ই.ইউ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর সহায়ক হবে বলে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সৌরশক্তি সম্পর্কিত ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক উদ্যোগ আন্তর্জাতিক সৌর জোটে ইতোমধ্যেই যোগ দিয়েছে।
Site Admin | February 28, 2025 8:16 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন
