প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর সুন্দর নার্সারিতে জাহান-ই-খসরু ২০২৫-এ অংশ নেবেন। গ্র্যান্ড সুফি সংগীত উৎসবের এই বছর ২৫ তম বার্ষিকী। ২রা মার্চ পর্যন্ত এই উৎসব চলবে। আমির খসরুর উত্তরাধিকার উদযাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা একত্রিত হয়েছেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী মুজাফফর আলী ২০০১ সালে এই উৎসবের সূচনা করেছিলেন। উৎসব চলাকালীন প্রধানমন্ত্রী তেহ বাজার পরিদর্শন করবেন।
Site Admin | February 28, 2025 8:27 AM
প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লীর সুন্দর নার্সারিতে জাহান-ই-খসরু ২০২৫-এ অংশ নেবেন
