নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পরিষেবা দিতে রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আজ জিন্দাল শিল্প গোষ্ঠীর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পরিবেশবান্ধব তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং দু’হাজার একর জমির ওপর প্রস্তাবিত একটি শিল্পতালুকের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন,এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ৪৮ হাজার কোটি টাকা খরচ করবে। শালবনী বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরি হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এখানকার উৎপাদিত বিদ্যুৎ রাজ্য কিনে নেবে। এব্যাপারে ২৫ বছরের জন্য জিন্দাল শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে।