দেশীয় শেয়ার বাজারে আজ ফের নিম্নগতি লক্ষ্য করা গেছে। বোম্বে শেয়ার বাজারে সূচক সেন্সেক্স বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৯৮ পয়েন্ট পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ হাজার ৯২৯ পয়েন্টে রয়েছে।
অন্যদিকে, জাতীয় শেয়ার সূচক নিফটি শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৯ পয়েন্ট কমে ২২ হাজার ৪৩৭ পয়েন্টে রয়েছে। তথ্য প্রযুক্তি, নির্মাণ, ধাতু এবং ব্যাংকিং ক্ষেত্রে কম লেনদেন সূচকের এই পতনের কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এছাড়াও মার্কিন শুল্ক নীতির জেরে বিশ্ব বাজারেও উত্থান পতন কিছুটা দায়ী।