ঝাড়খন্ডের পশ্চিম সিংভূম জেলার ছোট নাগরা এলাকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত কেন্দ্রীয় পুলিশ বাহিনী- CRPF-এর সাব ইন্সপেক্টর সুনীল কুমার মন্ডলের দেহ গতরাতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের গাছউপ্ড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। CRPF ও জেলা পুলিশ এবং গ্রামবাসীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানায়। রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সুনীল কুমার মন্ডল CRPF –এর ১৯৩ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। গত শনিবার মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় IED বিষ্ফোরণে মৃত্যু হয় তাঁর।