মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 19, 2025 10:42 AM

printer

জয়েন্ট এন্ট্রান্স মেইনস্ পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল আজ প্রকাশিত হয়েছে

জয়েন্ট এন্ট্রান্স মেইনস্ পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল আজ প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-NTA এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ জন ছাত্র ছাত্রী  বি ই  বা বি টেকের প্রথম পত্রে সম্পূর্ণ ১০০ স্কোর করেছেন।

শীর্ষ স্থানাধিকারিদের মধ্যে আছেন রাজস্থানের মহম্মদ আনাস ও আয়ুষ সিঙ্ঘল, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি, দিল্লির দকশ ও হর্ষ ঝা এবং মহারাষ্ট্রের আয়ুশ রবি চৌধুরী।

JEE মেইনস্-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in এ এই ফলাফল জানা যাচ্ছে।

চলতি বছর দোসরা থেকে ৯ই এপ্রিলের মধ্যে JEE মেইনস্-এর  দ্বিতীয় পর্বের এই পরীক্ষা নেওয়া হয়। মোট ৯,৯২,৩৫০ জন পড়ুয়া এবার এই পরীক্ষায় বসে।  

উল্লেখ্য, জানুয়ারী ও এপ্রিলে দু-দফায় JEE মেইনস্ পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো প্রার্থী দুটি পর্বেই পরীক্ষায় বসলে, যেটিতে তিনি সর্বাধিক স্কোর করবেন, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় সেটি’ই বিবেচনা করা হবে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন