জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ নৃশংস জঙ্গি হানায় এরাজ্যের তিন বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
কলকাতার বৈষ্ণবঘাটা রোডের বাসিন্দা বছর ৩৬এর বিতান অধিকারী ফ্লোরিডায় কর্মরত ছিলেন। বাড়ি এসে গত ৮ই এপ্রিল স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান। আগামীকাল তাদের ফেরার কথা ছিল। তার আগেই গতকাল দুপুরে জঙ্গিদের নির্বিচার গুলি চালনায় প্রাণ হারান বিতান। এই খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বিতানের স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেছেন। গতরাতেই বৈষ্ণবঘাটার বাড়িতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মৃতের মামতো ভাই সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দেহ ফিরিয়ে আনার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।
বেহালার বাসিন্দা সমীর গুহ গতকাল জঙ্গি হামলায় প্রাণ হারান।
অন্যদিকে, পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র গতকাল ওই হামলায় মারা যান। তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে গোয়েন্দ বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। কাশ্মীর থেকে তাঁর বৈষ্ণদেবী যাওয়ার কথা ছিল। শোকে মুহ্যমান মণীশের পরিবার।
উল্লেখ্য, পহেলগাঁও-এ গতকালের ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো না হলেও প্রায় ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে আজ সকালেই দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
এদিকে, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামোনা করেন। এধরনের আচরণের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবি জানান তিনি। বিভিন্ন দলের পক্ষ থেকেও ঘটনার নিন্দা জানানো হয়েছে।
বিজেপি কাশ্মীরে জঙ্গি আক্রমণে এরাজ্যের পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিহত পর্যটকদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানান। কেন্দ্রীয় সরকার সব সময় তাদের পাশে আছে বলে আশ্বাস্ত করেন তিনি।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিতানের স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
সিপিআইএম-এর সাধারণ সম্পাদক এম এ বেবী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনায় শোকব্যক্ত করে উদ্বেগ প্রকাশ করেছেন।