জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার চাৎরু জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অভিযান এখনও চলছে।
গত বুধবার ওই অঞ্চলে জঙ্গী উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেসময় জঙ্গিরা গা ঢাকা দিলেও, গতকাল সকালে নতুন করে দুপক্ষের গুলি বিনিময় শুরু হয়। জম্মু অঞ্চলের পাহাড়ি জেলাগুলির বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদীদের উপর নজরদারির জন্য নিরাপত্তা বাহিনী ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকায় টহলদারি বাড়িয়েছে।