জম্মু কাশ্মীরের উধমপুর জেলার মার্তা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গীদের মধ্যে সংঘর্ষের পর আজ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।
উধমপুরের SSP আমোদ অশোক নাগপুরে জানিয়েছেন, জঙ্গলের মধ্যে দু-তিনজন জঙ্গীর লুকিয়ে থাকার খবর মিলেছে। উঁচু পর্বতশৃঙ্গ, ঘন জঙ্গল এবং নীচে নদী থাকায়, সেখানে পৌঁছনো দুরূহ হয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, এতো কঠিন পরিস্থিতিতেও ভারতীয় সেনারা অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত বাহিনীর সব সদস্যই সুস্থ এবং সুরক্ষিত আছেন।
Site Admin | April 10, 2025 1:17 PM
জম্মু কাশ্মীরের উধমপুর জেলার মার্তা গ্রামে গতকাল নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন জঙ্গীদের মধ্যে সংঘর্ষের পর আজ এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে।
