জম্মু কাশ্মীরের উধমপুর জেলার সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ #AAI একটি কমিটি গঠন করেছে। এই কমিটি, বিমানবন্দর গঠনের বিষয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। আকাশবাণী জম্মু-এর সংবাদদাতা জানিয়েছেন, কমিটিতে বিমান বাহিনী এবং পেশাদার বিমানচালকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর প্রস্তাবিত ‘হিন্ডন-জম্মু’ বিমান সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে কমিটির সদস্যরা আগামী সপ্তাহে উধমপুর সফর করবে।
উল্লেখ্য, জম্মু হয়ে উধমপুরকে দিল্লির সঙ্গে যুক্ত করার জন্য বহু মানুষের কাছ থেকে অনুরোধ পেয়েছিলেন ড: জিতেন্দ্র সিং। এক্স-হ্যান্ডেলে এক বার্তায় মন্ত্রী জানান, এ বিষয়ে কেন্দ্রের কোনো নীতিগত আপত্তি নেই।
Site Admin | March 23, 2025 5:37 PM
জম্মু কাশ্মীরের উধমপুর জেলার সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ AAI একটি কমিটি গঠন করেছে।
