ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মাওবাদী মারা পড়েছে। এই ঘটনায় District Reserve Guard – এর দুই জওয়ান আহত হয়েছেন। CRPF এবং DRG -র যৌথ বাহিনী সুকমার কেরলাপাল এলাকায় নকশাল জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে। আজ সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও মাওবাদী জঙ্গিদের মধ্যে সংঘর্ষ ও গুলির লড়াই বেধে যায়। এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ জন নকশাল জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, AK -47, স্বয়ংক্রিয় রাইফেল, রকেট লঞ্চার, দেশী বন্দুক সহ প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশাল দমন অভিযানে সাফল্য মেলায় প্রতিরক্ষা বাহিনীকে অভনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, অস্ত্র এবং হিংসা দিয়ে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
Site Admin | March 29, 2025 6:40 PM
ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মাওবাদী মারা পড়েছে।
