গোয়ার ফতোরদায় জহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে দ্বিতীয় পর্যায়ের সেমিফাইনালে এফ সি গোয়া এবং বেঙ্গালুরু এফ সি মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে সাড়ে ৭ টায়। এর আগে প্রথম পর্যায়ের সেমিফাইনালে বেঙ্গালুরু এফ সি ২-০ গোলে এফ সি গোয়াকে হারিয়ে দেয়।
Site Admin | April 6, 2025 6:12 PM
গোয়ার ফতোরদায় জহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে দ্বিতীয় পর্যায়ের সেমিফাইনালে এফ সি গোয়া এবং বেঙ্গালুরু এফ সি মুখোমুখি হবে।
