কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে সাতশো আটাশটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা কিনা প্রায় সাড়ে তিন লক্ষ তপশীলী উপজাতিভুক্ত শিক্ষার্থীদের সুবিধা দেবে। এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে সাতশো একুশটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছে, যার মধ্যে চারশো সাতাত্তরটি বিদ্যালয় বর্তমানে চালু আছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জনজাতি মন্ত্রকের রাজ্যমন্ত্রী দুর্গাদাস উইকে বলেন, আদিবাসী শিশুদের নিজস্ব পরিবেশে পাঠদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ২০১৮-২০১৯ সালে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় প্রকল্প চালু করে।
তিনি আরও বলেন, পঞ্চাশ শতাংশ তপশীলী উপজাতিভুক্ত শিক্ষার্থীসহ দেশের প্রতিটি ব্লকে একটি করে একলব্য বিদ্যালয় স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও, কেন্দ্রীয় সরকার আদিবাসী শিক্ষার্থীদের ডিজিটাল ও অন্যান্য দক্ষতাভিত্তিক শিক্ষা দেওয়ার জান্য নানা উদ্যোগ গ্রহণ করছে।